সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর্টিকেলে আজকের আর্টিকেল আলোচনা করব
ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় বা ফেসবুকে কত ফলোয়ার হলে কত টাকা
পাওয়া যায় ।বর্তমান সময়ে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে ফেসবুক
অন্যতম সবার শীর্ষে রয়েছে ফেসবুক শুধু বাংলাদেশেই নয় গোটা বিশ্বকে তার প্রতি
আকৃষ্ট করেছে।
ফেসবুক শুধু যোগাযোগ মাধ্যম বা সময় কাটানোর জন্য বিনোদনের মাধ্যম নয় বর্তমানে
ফেসবুক ব্যবহার করে যেমন বন্ধুবান্ধবরা আত্মীয়-স্বজন একে অপরের ফেসবুকের মাধ্যমে
চ্যাটিং করে বা বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে একে অপরের কুশল বিনিময়
করছেন। এর সাথে সাথে ফেসবুক হয়ে উঠেছে টাকা ইনকাম করে জীবন যাপন করার একটি
বড় প্ল্যাটফর্ম। জেনে অবাক হবেন যে ফেসবুক থেকে বর্তমানে মাসে কন্টেন্ট তৈরি করে
বা ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব চলুন আজকের আর্টিকেলে এই নিয়ে
বিস্তর আলোচনা করব।
সূচীপত্র ঃ ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যাবে ?
ফেসবুক হল মেটা প্লাটফর্মস এর মালিকাদিন একটি জনপ্রিয় বিনামূল্যের সামাজিক
যোগাযোগ মাধ্যম বা ব্যবস্থা এটি একটি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীদের বন্ধু
আত্মীয় স্বজন তথ্য আদান-প্রদান বিভিন্ন বার্তা পাঠাতে এবং ব্যক্তিগত বিভিন্ন
বার্তা একজন আয়োজন কাছে পাঠানো যায় বর্তমানে এটি খুব জনপ্রিয় একটি
প্ল্যাটফর্ম।
এছাড়াও ব্যবহারকারীরা তাদের শহর কর্মস্থল বিদ্যালয় নেটওয়ার্কে ও যুক্ত
হতে পারে বর্তমানে মুঠোফোন অ্যান্ড্রয়েড ভার্সন এবং ইন্টারনেট সহজলভ্য হওয়াতে
ফেসবুক সবার জন্য বেশ জনপ্রিয় এবং ফেসবুক নেই এমন ব্যক্তি পাওয়া হয়তো খুবই
কঠিন হবে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বিভিন্ন বয়সের বৃদ্ধরাও আজকাল
ফেসবুকের মাধ্যমে মনের ভাব প্রকাশ বিভিন্ন তথ্য আদান-প্রদান করে থাকে এমনকি
ফেসবুকের মাধ্যমে অনেকে বিভিন্ন রকম কন্টেন্ট লিখে বা কোন বা কোন কন্টেন্ট
বানিয়ে ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ।
আবার কোন পণ্য কিনে সে পণ্য ফেসবুকের মাধ্যমে বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা ইনকাম
করছে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য তাদের গুণগতমান এবং বিক্রয়ের বৃদ্ধির জন্য
ফেসবুকে মাধ্যমে তৈরি বিজ্ঞাপন প্রচার করে থাকে এমন অনেক কাজ ফেসবুকের মাধ্যমে
হয়ে থাকে আজকে আমরা আলোচনা করব এসব বিষয় নিয়ে কিভাবে ফেসবুকে মাধ্যমে টাকা
ইনকাম করা যায়।
ফেসবুক প্রোফাইল কে পেজে রূপান্তর
ফেসবুকে টাকা ইনকাম করার জন্য দুটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি আপনার প্রোফাইল কে
পেইজে রূপান্তর করা বা নতুন পেজ ওপেন করে ফেসবুকে পোস্ট ভিডিও আপলোড অর্থাৎ
কনটেন্ট তৈরি বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য
বা পণ্য ফেসবুকের মাধ্যমে অডিয়েন্স বিক্রয় করে মুনাফা অর্জন করা।
যেহেতু দুটি পদ্ধতিতে রয়েছে প্রথম পদ্ধতি এখন আলোচনা করব কিভাবে আপনি
আপনার প্রোফাইল কে পেজে রূপান্তর করবেন। প্রথমে একটি নতুন পেজ তৈরি করুন এবং
তারপরে আপনার প্রোফাইলের কন্টেন্ট যেমন বন্ধু ছবি ভিডিও নতুন পেজে স্থানান্তর
করুন । ফেসবুক প্রোফাইল কে পেইজে রূপান্তর করার জন্য নির্দিষ্ট নির্দেশ বলে
অনুসরণ করতে হবে , ধাপে ধাপে যদি বিশ্লেষণ করা যায় তাহলে ফেসবুকে আপনার প্রোফাইল
পেজ অপশনে যান পেজ তৈরি করুন এই অপশন এ ক্লিক করুন।
আপনার ব্যবসায়ের ধরন আপনার নিজের জন্য একটি সঠিক বিভাগ নির্বাচন করুন যেমন
ব্যবসা বা ব্র্যান্ড অথবা সম্প্রদায় বা পাবলিক ফিগার অনেক অনুসরণ করুন যেমন
পৃষ্ঠার নাম প্রোফাইল ছবি এবং কাভার ফটো আপলোড করা আপনি আপনার প্রোফাইলে কিছু
বন্ধু ছবি এবং ভিডিও স্থানান্তর করতে চান কিনা তার নির্ধারণ করুন । ফেসবুক
প্রোফাইলটিকে যদি পেজে রূপান্তর করতে চান তাহলে প্রফেশনাল মুড অন করতে হবে
প্রফেশনাল অন করলেই ফেসবুক পেজটি প্রোফাইলটি পেজে রূপান্তরিত হয়ে
যাবে।
পেজে এ রূপান্তরিত হওয়ার কিছু সুবিধা রয়েছে যেমন আপনি ফেসবুক এ যেসব
ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেন সেগুলো পাঁচ হাজারের বেশি করা সম্ভব হয়
না, এটা ফেসবুক থেকে লিমিট করা আছে কিন্তু পেজে এর কোন লিমিট নেই লক্ষ লক্ষ
ফলোয়ার আপনার পেজে থাকতে পারবে এবং আপনার আপলোডকৃত ভিডিও কনটেন্ট
দেখতে পারবে সাথে সাথে আপনার উৎপাদিত পণ্য বা বাজার যতটুকু পণ্য যেগুলো বিক্রয়
করা উদ্দেশ্যে বিজ্ঞাপন দেওয়া হবে সেসব বিজ্ঞাপন ও এই বিশাল অর্ডার অডিয়েন্স
দেখতে পাবে।
ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা সম্ভব?
ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ বর্তমানে ফেসবুক থেকে টাকা ইনকাম
করার বেশ কিছু উপায় বা মাধ্যম রয়েছে চলুন সেগুলো আলোচনা করব আজকের আর্টিকেলে
বর্তমান সময়ে ফেসবুক অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া এমন
কোন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল হবে যার একটি ফেসবুক অ্যাকাউন্ট নেই ।
কিশোর - কিশোরী, তরুণরা থেকে শুরু করে মধ্যবয়সী এমনকি বয়স্কদের
মাঝেও এখন ফেসবুক ব্যবহার করতে দেখা যায়।
এই ফেসবুক ব্যবহার করে প্রত্যেকটা মানুষ , যার ফলে একটি বিশাল অডিয়েন্স রয়েছে
ফেসবুক এবং তাই এই ফেসবুক ব্যবহার করে অনেকে এখন বিভিন্ন ব্যবসা এবং বিভিন্ন
মাধ্যমে টাকা ইনকাম করছে । টাকা ইনকাম করছে ঠিক কিন্তু কিভাবে এই
টাকা ইনকাম করছে তা রয়েছে বিভিন্ন পদ্ধতি এবং বিভিন্ন রাস্তা সে রাস্তাগুলো বা
সে উপায়গুলো পর্যায়ক্রমে ব্যবহার করলে ফেসবুক থেকে প্রতি মাসে ভালো একটা পরিমাণ
টাকা ইনকাম করা যায়। আজকের আর্টিকেলে ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা
যায় এবং টাকা ইনকাম করার জন্য কি কি উপায় রয়েছে তার সবগুলো পদ্ধতি বা উপায়
আলোচনা করব।
ফেসবুকে কিভাবে ইনকাম করা যায়
অ্যাফিলিয়েট মার্কেটিং
স্পন্সর পোস্ট
ফেসবুক মার্কেটপ্লেস
কন্টেন্ট ক্রিয়েশন
ফেসবুক গ্রুপ
ইভেন্ট প্রমোশন
ফেসবুক রিলস
ইন-স্ট্রিম বিজ্ঞাপন
এগুলো মূলত মূল ফেসবুক থেকে ইনকামের পথ আরো কিছু মাধ্যম রয়েছে যার মাধ্যমে
ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব । উপরোক্ত যে পদ্ধতির বা উপায়গুলো
রয়েছে সেগুলো নিচে প্রত্যেকটি বর্ণনা স্বরূপ আলোচনা করব যাতে আপনার বুঝতে
সুবিধা হয় কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় ।
অ্যাফিলিয়েট মার্কেটিংঃ
অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত প্রোডাক্ট বা সার্ভিস এর বিজ্ঞাপন এবং আপনার
রেফালের মাধ্যমে করা প্রতিটি বিক্রয়ের উপর একটি কমিশন পাবেন ।
অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন এক অনলাইন প্লাটফর্ম যেখানে
আপনি নামিদামি অনলাইন কোম্পানিগুলোর এফিলিয়াতে প্রোগ্রাম অপশনে গিয়ে
রেজিস্ট্রেশন করে তাদের প্রোডাক্ট ও সার্ভিস গুলি প্রচার করে দেবেন তারা আপনাকে
একটি লিংক দেবে যা শুধু মাত্র আপনার ব্যবহারের জন্য আপনার ব্যক্তিগত ফেসবুক
পেজে প্রোডাক্ট বা সার্ভিস এর জন্য তৈরি এফিলিয়ান্ট শেয়ার করুন যদি শ্রোতারা
আপনার লিংক এর মাধ্যমে ক্রয় করে তবে আপনি একটি কমিশন পাবেন এই ভাবে আপনি
ফেসবুক থেকে মার্কেটিং করে ইনকাম করতে পারেন।
স্পন্সর পোস্টঃ
স্পন্সর অনেক কাজে দেয় । আপনি চাইলে স্পন্সর করা পোস্ট গুলির জন্য
তাদের ব্যবসার প্রচার ও প্রচারে সহযোগিতা করতে পারেন। স্পন্সর করার
পোস্টগুলি সম্পর্কে ভালোভাবে জেনে আপনার ফেসবুক পেজের কাছে তাদের প্রোডাক্ট
ও সার্ভিস গুলি প্রচার করুন, এর বিনিময়ে আপনি তথ্য প্রদান বা বিনামূল্যে
অর্থ প্রদান করবে । তবে হ্যাঁ নিশ্চিত করুন যে স্পন্সর করার
বিষয়গুলো আপনার ফেসবুক এর আগ্রহের সাথে সারিবদ্ধ হওয়া সম্ভব কি না । যদি
সম্পর্কিত না হয় তাহলে এটি করে কোন লাভ হবে না কিন্তু যদি সম্পর্কিত হয় তাহলে
আপনি এই পোস্টগুলি করে লাভবান হবেন।এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমানে অনেক প্রতিষ্ঠান রয়েছে তাদের পণ্য বা প্রচার করার জন্য স্পন্সর
ব্যবহার করে থাকে ফেসবুকে পণ্যের প্রচার বা প্রচারণার জন্য ব্যবসার বিক্রয়
বৃদ্ধির জন্য এই স্পন্সর খুব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। বিভিন্ন প্রতিষ্ঠান
তাদের উৎপাদিত পণ্য বা কেউ যদি ব্যক্তিগতভাবে কোন পণ্য কিনে স্পন্সর ব্যবহার করে
টাকা ইনকাম বিক্রয় করে তাহলে খুবই কাজে দেই। বর্তমানে বিভিন্ন প্রাইভেট
স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের কোচিং সেন্টার , জামা কাপড়
বিক্রয় বিভিন্ন ধরনের দোকান এর প্রচার-প্রচারণার জন্য স্পন্সর ব্যবহার করে থাকে
। ব্যবসার জন্য এই স্পন্সর উপায়টি ব্যবহার করে থাকে অনেক জনপ্রিয় একটি
পদ্ধতি।
ফেসবুক মার্কেটপ্লেসঃ
ফেসবুক মার্কেটপ্লেস একটি জনপ্রিয় এবং চমৎকার প্লাটফর্ম লোকাল প্রোডাক্ট বিক্রি
করা যায় এবং বিশাল এক অডিয়েন্সের জন্য যেকোনো পণ্য হতে পারে চমৎকার
একটি ব্যবসার মাধ্যম। সেটি ঐতিহ্যবাহী খাবার বা নির্মিত হস্ত
শিল্প, বিভিন্ন ব্যবহৃত জিনিস অর্থাৎ পুরাতন জিনিস যেমন মোবাইল,
কম্পিউটা্ টিভি সহ বিভিন্ন পুরাতন জিনিসও একেই প্লাটফর্মে বিক্রি করা
যায়।
আবার নতুন জিনিস বিক্রি করা যায় বিশাল এ অডিয়েন্সের জন্য এখানে যে
কোন পণ্য খুব সহজেই ক্রেতার কাছে পৌঁছানো যায় এবং জনপ্রিয় করে বিক্রয় করা
সম্ভব হয় বর্তমানে অনেকেই এই প্লাটফর্মকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসা শুরু করছে
ছোট করে কাপড়ের ব্যবসা । বিভিন্ন পোশাক , প্রাণী , বিভিন্ন দামী পাখিগুলো ,
বিড়াল এমন ধরনের অনেক ছোট ছোট ব্যবসা গুলো অনলাইন এর মাধ্যমে করে এই
মার্কেটপ্লেস ব্যবহার করে স্বাবলম্বী হচ্ছে, আর তার কারণে ফেসবুক এ
মার্কেটপ্লেস এবং টাকা ইনকামের অত্যন্ত জনপ্রিয় একটি বড় মাধ্যম।
কন্টেন্ট ক্রিয়েশনঃ
বর্তমানে কনটেন্ট ক্রিয়েশন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে , আপনি যদি কোন একটি
আকর্ষণ বিষয়বস্তু নিয়ে ভিডিও তৈরি করে বা কনটেন্ট তৈরি করে অনুসারীদের
আকৃষ্ট করতে পারেন। আপনি যদি অন্যের ভালো লাগে এরকম মন হরণকারী ভিডিও
আর্টিকেল বা ছবি তৈরি করতে পারেন তাহলে সেখানে বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক থেকে
টাকা ইনকাম করা সম্ভব।
আপনার কন্টেন্ট যত বেশি ভিউ এবং ট্রাফিক পাবে আপনি তত বেশি উপার্জন করতে পারবেন
ফেসবুক থেকে ইনকাম হবে কি মানুষজন অর্থাৎ অডিয়েন্স পছন্দ করে এমন
কোন বিষয়বস্তু নিয়ে কনটেন্ট তৈরি করতে হবে এবং কনটেন্ট তৈরি করতে হবে এমন ভাবে
যাতে মানুষ দেখে তা বিরক্ত না হয় কনটেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বেশ
আকর্ষণীয় ভাবে তৈরি করতে হবে যদি এমন কনটেন্ট তৈরি করতে পারেন যা ফেসবুক
অডিয়েন্সকে আকৃষ্ট করে তাহলে ভিডিও থেকে বা কনটেন্ট থেকে বিজ্ঞাপনের মাধ্যমে বেশ
ভালো একটা এমাউন্ট মাসিক ভাবে ইনকাম করা সম্ভব।
ফেসবুক গ্রুপঃ
ফেসবুক থেকে টাকা ইনকাম করার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা উপায় হলো ফেসবুক
গ্রুপ যে কোন একটি বিষয়ের উপর গ্রুপ তৈরি করুন এবং যে বিষয় নিয়ে
গ্রুপটি তৈরি করবেন সেখানে একই ধরনের বিভিন্ন পোস্ট এবং বিষয়বস্তু নিয়ে কাজ
করতে থাকেন এবং সেখানে ওই বিষয়বস্তু নিয়ে আগ্রহী আগ্রহ কারি বেশকিছুর
অডিয়েন্স একসাথে করুন এবং দক্ষতার সাথে কাজ করতে থাকুন যাতে আপনার অর্ডিন্যান্স
ওই গ্রুপ থেকে বের হয়ে না যায় এবং গ্রুপটি ভালো হবে তৈরি হয়ে গেলে সেখান থেকে
অ্যাড দিয়ে টাকা ইনকাম করতে পারা যায়।
ইভেন্ট প্রমোশনঃ
ফেসবুকে ইভেন প্রমোশন আপনার আসন্ন ইভেন্টের জন্য একটি বড় এবং লক্ষ্য যুক্ত
অডিয়েন্স এর কাছে পৌঁছানোর জন্য একটি শক্তিশালী মাধ্যম এবং শোশ্রয়ী কৌশল হতে
পারে ফেসবুকে ইভেন্ট প্রমোশন করে টাকা ইনকাম করার জন্য একটি উৎকৃষ্ট মাধ্যম
অর্থাৎ একটি এটি আরেকটি মাধ্যম যেখানে ইভেন্ট ক্রিয়েশন বা ইভেন্ট প্রমোশন করে
টাকা ইনকাম করা সম্ভব।
ফেসবুক রিলস ঃ
ফেসবুক রিলস অত্যন্ত জনপ্রিয় এবং বেশ সহজলভ্য একটি ফেসবুক থেকে টাকা ইনকাম
করার পদ্ধতি। অর্থাৎ আপনার জীবনের দৈনন্দন জীবনের বা কোন বিশেষ
গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বা বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও করে, তাতে নিজের
মন মত গান বা কথা অর্থাৎ ভয়েস সেট করে অডিয়েন্স যাতে শুনতে আগ্রহী হয় ।
এবং দেখতে আগ্রহী হয় এমন ছোট ছোট ভিডিও বানিয়ে ফেসবুকে রিলস হিসেবে আপলোড
করা হয়। এবং এই ছোট ছোট রিলস তৈরি করা খুবই সহজ দিনে অনেক তৈরি করা সম্ভব
এবং আপলোড করা ও সম্ভব শুধু হতে হবে একটু দক্ষ এবং সচেতন। এটিও কন্টেন
ক্রিয়েশন এর মত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি মাধ্যম ফেসবুক থেকে টাকা
ইনকাম করার জন্য।
ইন-স্ট্রিম বিজ্ঞাপনঃ
ইন- স্ট্রিম বিজ্ঞাপন অর্থাৎ ফেসবুকে যদি কোন কন্টেন্ট আপলোড করা হয়, সে
কনটেন্ট যখন মানুষ বা অডিয়েন্স দেখে ভিডিওর মাঝে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন
আসে । এই বিজ্ঞাপন গুলো ভিডিওর মাঝে আসে যার ফলে অডিয়েন্স বিজ্ঞাপন
টা দেখতে বাধ্য হয় এর কারণ হিসেবে বলা যায় ভিডিওটি পরের অংশ দেখার জন্য হলেও সে
বিজ্ঞাপনটি অডিয়েন্স দেখে, যার ফলে এই বিজ্ঞাপন ফেসবুক ব্যবহারকারীকে এনে
দেয় ইনকাম । তবে কিছু শর্ত থাকে যেমন যে ভিডিওর মাঝে বিজ্ঞাপনটি দেওয়া হবে
সে ভিডিওটি এক মিনিটের অধিক হতে হবে । আপনার ফেসবুক পেজে দশ হাজারের অধিক ফলয়ারস
থাকা লাগবে তাহলে আপনি ইন- স্ট্রিম বিজ্ঞাপন আসবে এবং ভিডিওটিকে এমন ভাবে তৈরি
করতে হবে যাতে অডিয়েন্স ভিডিওটি পুরোটা দেখার আগ্রহ থাকে এবং ভিডিওটি কোন
গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হতে হবে । এক মিনিটের অধিক অবশ্যই হতে হবে তাহলে
ইন-ট্রিম বিজ্ঞাপনের মাধ্যমেও ফেসবুক থেকে ভালো একটা ইনকাম করা সম্ভব।
রিলসে কত ভিউয়ে কত টাকা
রিলসে কত ভিউয়ে কত টাকা এমন প্রশ্ন যেন সবারই । আসলে কি তাই এটা কি সম্ভব
বলা যে কত ভিউয়ে কত টাকা। না এটা বলা সম্ভব না ফেসবুক বা
ইনস্টাগ্রামের রিলস অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় না বরং
এটি নির্ভর করে দর্শকের অংশগ্রহণ কি ধরনের বিজ্ঞাপন দেখানো হচ্ছে , কোন দেশের
মানুষ এটি দেখছে কতটুকু অংশ দেখছে, বিষয়বস্তু ও জনপ্রিয়তা কেমন
ভিডিওতে। লাইক, মন্তব্য , শেয়ারের সংখ্যা কেমন ফেসবুক বা
ইনস্টাগ্রাম তাদের নিজস্ব নীতি অনুযায়ী ভিউ এর আয় নির্ধারণ করে থাকে এটি
সঠিকভাবে কখনোই বলা সম্ভব নয় যে কত ভিউয়ে কত টাকা পাওয়া যেতে পারে।
বিভিন্ন ভিডিওতে এর ধরন অর্থাৎ আয়ের পরিমাণ বিভিন্ন রকম হয় এবং স্থানভেদের
বিভিন্ন রকম বিষয় বিবেচনা করে, তবে অডেন্সের কাছে গ্রহণযোগ্যতা হলে বা
মন্তব্য ভিউ বেশি হলে লাইক বেশি হলে আশা করা যায় ভালো একটা এমাউন্ট
প্রতিমাসে রিলস থেকে ইনকাম করা সম্ভব। তবে ব্যক্তিগতভাবে পরামর্শ দিতে
পারি কত ভিউয়ে কত টাকা আসে। এটা না ভেবে মন দিয়ে গুণগত
মানসম্পন্ন ভিডিও তৈরি করতে থাকতে হবে ভিডিও তৈরি করতে করতে ভিডিও ধরন গুণগত মান
উন্নয়ন হবে এবং এর অডিয়েন্স বাড়তে থাকবে যার ফলে ইনকাম ভালো হবে।
ফেসবুক থেকে দিনে কত টাকা আয় করা যায়
ফেসবুক থেকে দিনে কত টাকা আয় করা যায়? আদৌ কি এই কথার কোন ভিত্তি আছে বা বলা
সম্ভব সেক্ষেত্রে বলতেই হয় না একদিনে বা এক ঘন্টায় বা এক মাসে ফেসবুক থেকে
কত টাকা আয় করা যাবে এর নির্দিষ্ট কোন এমাউন্ট বা সংখ্যা বলা সম্ভব না।
যদি কেউ বলে থাকে সেটা রীতিমতো প্রতারিত কথা । ফেসবুকের ইনকাম কিছু বিষয়ের উপর
নির্ভর করে সেগুলো যত বেশি হবে ইনকাম তত বেশি হবে একটি ভিডিও থেকে দেখা যাবে
১০০-২০০ আবার ৫০০ ডলারও হতে পারে । আবার দশটি ভিডিওতে দশ ডলার হবে কিনা তাও
সন্দেহ চলুন জেনে নেওয়া যাক কি কি বিষয় নির্ভর করে ফেসবুক থেকে টাকা ইনকামের
জন্য ।
আপনার তৈরি কনটেন্ট ভিউ ফলোয়ার সংখ্যা এবং ফেসবুকের মনিটাইজেশনের নীতির উপর
নির্ভর করে অনেকটা এক লাখ ভিউ এর জন্য আনুমানিক ধরা যায় পাঁচ হাজার থেকে এক লাখ
টাকা আয় হতে পারে । তবে এটি কনটেন্ট এর মান আন্তর্জাতিক পর্যায়ের কিনা বা গুণগত
মানসম্পন্ন কিনা এবং অডিয়েন্স অর্থাৎ ফেসবুক অডিয়েন্স আপনার তৈরি কৃত কনটেন্ট
টিকে কিভাবে গ্রহণ করছে। কোন দেশের মানুষ আপনার কনটেন্টটি দেখছে এবং আন্তর্জাতিক
বিজ্ঞাপন আপনার কনটেন্ট এর মাঝে চালানো হচ্ছে কিনা? তবে একটি বিষয়
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ফেসবুক থেকে যেমন একদিনে বা একটি মাসে কত
টাকা ইনকাম হবে এটি নির্দিষ্ট করে বলা যায় না। তবে বলা যায়
কনটেন্ট যদি ভালো মানের হয় আপনার ফেসবুকের অডিয়েন্স যদি সেটা
ভালোভাবে গ্রহণ করে তবে ভালো একটা এমাউন্ট ফেসবুক থেকে প্রতিদিনই ইনকাম করা
সম্ভব।
ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং করে কিভাবে টাকা ইনকাম করা যায়
সময়ের সাথে সাথে মার্কেটিং পর্যায় চেঞ্জ হয়েছে। ২০০৪ সালে মার্ক
জুকারবার্গ এর মাধ্যমে ফেসবুক তার যাত্রা শুরু করে । শুরুর দিকে
কিছু সমস্যা হলেও দিনে দিনে ফেসবুকের জনপ্রিয়তা এবং অডিয়েন্স
বেড়ে চলেছে। তথ্যমতে বর্তমানে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা তিন
বিলিয়ন এর ও বেশি এত বড় মার্কেটপ্লেস আর হয়তো নাই। আর এত
জনগণ বা মানুষ এখানে থাকার ফলে এটি হয়ে উঠছে বিশ্বের সবথেকে বড় মার্কেটপ্লেস।
শুরুর দিকে ফেসবুকে ফিচারের সংখ্যা কম হলেও দিনে দিনে সংখ্যা তার ফিচারের
সংখ্যা বেড়েছে বহু গুনে যার ফলে যে কোন বিষয়ের মার্কেটিংয়ের কথা আসলেই
ফেসবুকের কথা প্রথম সারিতেই থাকে।
বহু কোম্পানি তার উৎপাদনকৃত পণ্য ফেসবুকের মাধ্যমে প্রচার করে থাকে এবং
বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে থাকে। আপনার যদি কোন পণ্য থাকে তা ফেসবুকের
প্রোফাইল পেজ ,গ্রুপ বা মার্কেটপ্লেসের প্রচার করে বিক্রি করা সম্ভব হয় শুধু
নতুন পণ্য যে বিক্রি করা সম্ভব হয় এমন ন্ ফেসবুকের প্রভাবে আপনার
ব্যবহারকৃত পণ্যটিও এখন ফেসবুকে ব্যবহার করার মাধ্যমে বিক্রয় করা
সম্ভব হয়। যেমনটি আগে ছিল শুধুমাত্র bikroy.com কিন্তু বর্তমানে ফেসবুক
ও তার একটি গুরুত্বপূর্ণ মার্কেট।
অন্যের পণ্য বিক্রি করেও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, যাকে বলে
অ্যাফিলিয়েট মার্কেটিং কোন কোম্পানির পণ্য বা সেবার প্রচার করে আপনার রেফারেল
লিংক এর মাধ্যমে বিক্রি হলে আপনি কমিশন পাবেন । আবার আপনি ফেসবুকে একটি গ্রুপ
খুলে নির্দিষ্ট সংখ্যক মানুষ সে গ্রুপের মধ্যে একত্রিত করে সে গ্রুপে বিভিন্ন
পণ্য পোস্ট করে আপনি আপনার পণ্য বিক্রয় করে টাকা ইনকাম করতে পারবেন এক কথায়
বলা যায় ফেসবুক এখন বিশ্বের বড় একটি মার্কেটপ্লেস সুতরাং ফেসবুক মার্কেটিং
বেড়ে চলেছে দিন দিন।
ফেসবুক থেকে মাসে কত টাকা আয় করা সম্ভব
ফেসবুকে একদিনে কত টাকা ইনকাম করা যায় বা এক মাসে কত টাকা ইনকাম করা যায় বা
এক বছরে কত টাকা ইনকাম করা যায় এর কোন নির্দিষ্ট এমাউন্ট নেই। তবে বলে
রাখা ভালো ফেসবুক থেকে আপনি কত টাকা আয় করবেন তা নির্ভর করে আপনার কনটেন্ট কি
ধরনের তৈরি করছেন আপনার তৈরিকৃত কন্টেন্ট ফেসবুক অডিয়েন্স
কিভাবে নিচ্ছে অর্থাৎ আপনার তৈরিকৃত কনটেন্ট ভিউ কত হচ্ছে আপনার
মনিটাইজেশন পদ্ধতি কি ফেসবুক থেকে শুধু কনটেন্ট থেকে ইনকাম করা যায় এমন
নয়। আরো অনেক পদ্ধতি রয়েছে যার মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব ।
আগেই বলেছি এ বিষয়গুলো নিয়ে আবারও বলছি ফেসবুকে নিজের ভিডিও অর্থাৎ তৈরি করে
কন্টেন্ট রিলিস তৈরি করে , অ্যফিলিয়েন্ট মার্কেটিং এর মাধ্যমে ,
ফেসবুক মার্কেটপ্লেস এর মাধ্যমে , ফেসবুক গ্রুপের মাধ্যমে বিজ্ঞাপন এর
মাধ্যমে এমন বহু জায়গা রয়েছে বা পদ্ধতি রয়েছে যার ফলে ফেসবুকে ইনকাম করা
সম্ভব । সেটি মাসে 5000 টাকা হতে পারে এক লাখ টাকার হতে পারে বা এরও বেশি হতে
পারে ফেসবুকে কাজ করে গেলে ইনকাম অবশ্যই আসবে তার জন্য প্রয়োজন ধৈর্য দক্ষতা
এবং কাজ এর সমন্বয়ে তৈরি হয় ইনকামের ব্যবস্থা সব কাজগুলো যদি সঠিকভাবে করা
যায় ফেসবুক থেকে ভালো মানের ইনকাম করা সম্ভব। আবার ফেসবুকে আপনার বিভিন্ন
তৈরিকৃত পণ্য বা ক্রয় কত পণ্য বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয় করে নিজস্ব ব্যবসা
চালিত করে ইনকাম করা সম্ভব। অর্থাৎ ফেসবুকের এই বিশাল অডিয়েন্স কাজে
লাগিয়ে নিজের ব্যবসা পরিচালনা করা এবং মুনাফা অর্জন করা।
ফেসবুক থেকে কিভাবে টাকা উত্তোলন করা যায়
উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পেরেছেন ফেসবুক থেকে খুব সহজে বা কিছু কাজের মাধ্যমে
টাকা ইনকাম করা সম্ভব হয় । কিন্তু ইনকাম কৃত টাকা ফেসবুক একাউন্টে জমা হয় সেই
অ্যাকাউন্ট থেকে আপনাকে আপনার একাউন্টে অর্থাৎ টাকা উত্তোলনের জন্য কিছু পদ্ধতি
অনুসরণ করতে হবে । সে পদ্ধতি গুলো এখানে আলোচনা করব ফেসবুকে টাকা ইনকাম
করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতি অনুসরণ করার পরে ফেসবুকে কিছু
নির্দিষ্ট নিয়ম রয়েছে যেমন মনিটাইজেশন , ফলোয়ার কিছু নির্দিষ্ট নিয়ম
কানুন রয়েছে সে নিয়ম কানুন পূরণ করার পরে ফেসবুক একাউন্টে টাকা জমা হয়
অর্থাৎ ডলার জমা হয়।
ফেসবুকের অ্যালগরিদম বা নিয়ম অনুযায়ী মিনিমাম ন্যূনতম ১০০ ডলারে নিচে
ফেসবুক থেকে টাকা উত্তোলন করা যায় না ১০০ ডলারের উপরে হলে ফেসবুক থেকে টাকা
উত্তোলন করা যায়। ফেসবুক প্রতি মাসের ২১ তারিখের মধ্যে টাকা পাঠায়
অর্থাৎ উত্তোলনের জন্য অনুমতি দেয়। চলুন কিভাবে উত্তোলন করা যায় তা
ধাপে ধাপে আলোচনা করি ফেসবুকের অনুমোদিত পেমেন্ট মেথড সেট করতে হবে টাকা পাঠায়
ফেসবুক কোন মাধ্যমে টাকা পাঠায়।
Payoneer সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম, আবার ব্যাংক
ট্রান্সফার Paypal কিছুদেশে সাপোর্ট করে বাংলাদেশের নেই । ফেসবুক
থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে অর্থাৎ ফেসবুক লাইভ ও ফেসবুক স্টার থেকে
টাকা উত্তোলন করার পদ্ধতি । ফেসবুক নির্দিষ্ট কিছু কনটেন্ট কিউটরকে রিল বোনাস
দেয় টাকা তুলতে হলে বেরোনোর বা ব্যাংক ট্রান্সফার যুক্ত করতে হবে। এমন
কিছু মাধ্যম থাকলে বা নিয়ম রয়েছে যার মাধ্যমে আপনি ফেসবুক থেকে টাকা উত্তোলন
করতে পারবেন খুব সহজেই।
শেষ কথা
উপরোক্ত আলোচনা থেকে এখন হয়তো বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক থেকে কিছু কাজের
বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন। এবং ইনকামকৃত টাকা কিভাবে উত্তোলন
করে নিজের কাছে নেবেন উপরোক্ত আর্টিকেলে আমি চেষ্টা করেছি ফেসবুক থেকে কিভাবে
ইনকাম করা যায় এবং টাকা উত্তোলন করা যায় উপর্যক্ত আর্টিকেলে আপনাদের যদি কিছুটা
উপকার হয় নিজেকে ধন্য মনে করব এবং আমার আর্টিকেল লেখাটা সার্থক হবে ।
টাইম বিডি ২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url