IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে এ যাওয়া যায় ২০২৫

 আজকের যুগে ইউরোপে পড়াশোনা করা অনেক তরুন - তরুণের স্বপ্ন ইউরোপ শুধু উন্নত অর্থনীতির দেশগুলোর জন্যই বিখ্যাত নয় বরং এর বিশ্ববিদ্যালয়গুলো ও বিশ্বসেরা তালিকায় স্থান করে নিয়েছে। বিজ্ঞান ,  প্রযুক্তি,  চিকিৎসা ব্যবসা শিল্পকলা যেকোনো বিষয়ে উচ্চশিক্ষা নিতে ইউরোপ সবসময় শীর্ষ পছন্দ তবে একটি বড় বাধা অনেক সময় শিক্ষার্থীদের সামনে দাঁড়ায় আর সেটি হলো IELTS ( International English Language taring system ) পরীক্ষা। 


অনেকেই মনে করে ইউরোপের পড়াশোনা বা ভ্রমণের ভিসা পেতে দরকার IELTS দরকার কিন্তু বাস্তবতা হলো IELTS ছাড়া ইউরোপের অনেক দেশে পড়াশোনা করা সম্ভব।  2025 সালে বেশ কিছু দেশ শিক্ষার্থীদের জন্য এই সুযোগ রেখে দিয়েছে , বিশেষ করে যারা ইংলিশ মাধ্যমে পূর্বে  পড়াশোনা করেছে তাদের জন্য IELTS বাধ্যতামূলক  নয়। বিশ্ববিদ্যালয় অনেক সময় MOI  ( Medium of Instruction ) সার্টিফিকেট গ্রহণ করে কিংবা নিজেদের ভাষা দক্ষতা যাচাই টেস্ট নেয়। এই আর্টিকেল এ  আমরা বিস্তারিত আলোচনা করব IELTS ছাড়া কেন পড়াশোনা করা যায়।  কোন কোন দেশে এ সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয় ও  কোর্স সমূহ,  খরচ ,  ভিসা প্রক্রিয়া , সুযোগ-সুবিধা এবং শেষ পর্যন্ত আপনার জন্য সঠিক পথ নির্দেশনা সবকিছুই চেষ্টা করব এই আর্টিকেলে  তুলে ধরার । 

সূচীপত্রঃ IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে এ যাওয়া যায় ২০২৫

IELTS আসলে কি? এবং কে প্রয়োজন হয় ?

IELTS আসলে কি?  কেন বিদেশে পড়াশোনা করতে  যেতে  হলে IELTS করা লাগে চলুন এ বিষয়ে আগে জেনে নেই। IELTS হল একটি আন্তর্জাতিক ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা এটি মূলত চারটি দক্ষতা যাচাই করে। 

1. Listening  ( শোনার ক্ষমতা )
2. Reading ( পড়ার ক্ষমতা )
3. Writing ( লেখার দক্ষতা )
4. Speaking ( কথোপকথন দক্ষতা )

ইউরোপ, আমেরিকা ,  কানাডা ,   অস্ট্রেলিয়া বিশ্বের অনেক দেশ বিশ্ববিদ্যালয় ভর্তি এবং ভিসার জন্য IELTS ইস্কোর চাই। সাধারণত ব্যাচেলর ডিগ্রীর জন্য ৫.৫ থেকে ৬.০ আর মাস্টার্সের জন্য ৬.৫ বা তার বেশি স্কোর প্রয়োজন হয় । তবে এটি একমাত্র পথ নয় অনেক বিশ্ববিদ্যালয় বিকল্প ব্যবস্থা রেখেছে যাতে IELTS ছাড়া ভর্তি হতে পারে আজকের আর্টিকেলে সে বিষয়ে আলোচনা করব। 

কেন IELTS ছাড়া ইউরোপে পড়াশুনা সম্ভব?

১। Medium of Instruction (MOI) Certificate
যদি আপনি পূর্বের পড়াশোনা ইংরেজি মাধ্যমে সম্পন্ন করে থাকেন, তাহলে আপনার প্রতিষ্ঠান থেকে একটি MOI সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এটি প্রমাণ করে যে আপনার পড়াশোনার প্রধান ভাষা ছিল ইংরেজি । ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয় IELTS এর পরিবর্তে এ সার্টিফিকেট গ্রহণ করে।
২। বিশ্ববিদ্যালয় গুলোর নিজস্ব ইংরেজি টেস্ট
 কিছু বিশ্ববিদ্যালয় নিজস্ব ভাষা দক্ষতা পরীক্ষার ব্যবস্থা করে। অনলাইনে এই টেস্ট দিয়ে পাস করলে  IELTS ছাড়াই ভর্তি হওয়া সম্ভব।

৩। অনলাইন ইন্টারভিউ
অনেক বিশ্ববিদ্যালয় সরাসরি ইন্টারভিউ নিয়ে দেখে স ইংরেজিতে কতটা সাবলীল ভাবে কথা বলতে পারে। এতে ভালো করলে IELTS ছাড়াই ভর্তি হয়ে যায়। 

৪. ভাষাভিত্তিক কোর্স
কিছু দেশ যেমন ফ্রান্স, জার্মানি, ইটালি এখানে স্থানীয় ভাষায় পড়াশোনার সুযোগ আছে ।সেক্ষেত্রে ইংরেজি পরীক্ষার প্রয়োজন হয় না। 

ইউরোপের যেসব দেশে IELTS ছাড়ায়  পড়াশোনা সুযোগ

যেসব দেশগুলো আইস ছাড়াই পড়াশোনার সুযোগ করে দেয় সেসব দেশগুলোর সম্বন্ধে আলাদা আলাদা ভাবে আলোচনা করছি। আশা করি এটা আপনাদের জন্য খুব ভালো একটি উপকারী ডকুমেন্টস হবে

১। জার্মানি (  Germany )
কেন পড়াশোনা করবেন, জার্মানি বিশ্বের অন্যতম শিক্ষা বান্ধব দেশ । সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নেই বা খুবই কম । গবেষণা ও প্রযুক্তিগত শিক্ষায় জার্মানি সবার শীর্ষে IELTS ছাড়াই ভর্তি হওয়ার নিয়ম সম্বন্ধে আলোচনা করা যাক কিভাবে আপনি জার্মানিতে IELTS ছাড়াই ভর্তি হতে পারবেন MOI  সার্টিফিকেট দিলে অনেক বেশি সময় ভর্তি  নেয় ।  কিছু বিশ্ববিদ্যালয় নিজেদের ভাষা দক্ষতা পরীক্ষা নেয় । যেসব বিষয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো বেশ জনপ্রিয় তার মাঝে রয়েছে  Free University of Berlin, University of Bonn, University of Kaiserslautern   এবং টিউশন ফি গুলো প্রায় ফ্রি বা সর্বোচ্চ বছরে ৫০০ ডলার থেকে ১০০০ ডলারের মধ্যে এবং কোর্স গুলোর মধ্যে জনপ্রিয় কোর্স গুলো হলো ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সাইন্স বিজনেস এবং মেডিকেল ।
২। ফ্রান্স
ফ্যাশন,  আর্ট,   ব্যবসা ও বাণিজ্য সামাজিক বিজ্ঞানের জন্য বিখ্যাত ফ্রান্স এবং এখানে যদি আপনি IELTS  ছাড়া ভর্তি হতে চান ,  তাহলে  অনেক কোর্স ফরাসি ভাষায় পড়ানো হয় যেখানে প্রয়োজন IELTS হয় না ।  MOI সার্টিফিকেট দিলে ভর্তি  নেয় । যেসব বিষয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো বেশ জনপ্রিয় তার মাঝে রয়েছে  Paris-Sorbonne University, EMLYON Business School.  টিউশন ফি গুলো প্রায় ফ্রি বা সর্বোচ্চ বছরে ২০০০ ডলার থেকে ৪০০০ ডলার । কোর্স গুলোর মধ্যে জনপ্রিয় কোর্স গুলো হলো  Business, Fashion Design, Arts, International Relations । 

৩. ইটালি (  Italy ) 
ইটালি ইউরোপের অন্যতম পুরনো বিশ্ববিদ্যালয় এর দেশ মেডিকেল ও  আর্কিটেকচারের জন্য বিখ্যাত ভর্তি প্রক্রিয়ার মধ্যে এখানেও IELTS  ছাড়া অনেক ইংরেজি ভাষায় কোষে ভর্তি সম্ভব. MOI সার্টিফিকেট দিলে ভর্তি  নেয় । যেসব বিষয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো বেশ জনপ্রিয় তার মাঝে রয়েছে University of Bologna, Sapienza University of Rome. টিউশন ফি গুলো প্রায় ফ্রি বা সর্বোচ্চ বছরে ১৫০০ ডলার থেকে ৪০০০ ডলার । কোর্স গুলোর মধ্যে জনপ্রিয় কোর্স গুলো হলো  Medicine, Architecture, History, Fine Arts। 

৪।  সুইডেন ( Sweden )
কেন আপনি সুইডেন এ পড়তে যাবেন আসলে এখানে কিছু সুবিধা রয়েছে যে কারণে থেকে পড়াশোনা করতে  সুইডেন এ যেতে পারেন উচ্চমানের গবেষণা ও আধুনিক শিক্ষার জন্য পরিচিত। এখানেও IELTS  ছাড়া ষে ভর্তি সম্ভব। MOI সার্টিফিকেট দিলে ভর্তি  নেয় । যেসব বিষয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো বেশ জনপ্রিয় তার মাঝে রয়েছে   Uppsala University, Lund University. টিউশন ফি গুলো প্রায় । .৮০০০ ডলার থেকে ১৫০০০ ডলার । কোর্স গুলোর মধ্যে জনপ্রিয় কোর্স গুলো হলো  Engineering, Business, Environmental Science। 

৫। পোল্যান্ড (Poland )
ইউরোপের বেস্ট জনপ্রিয় একটি  দেশ পোল্যান্ড সাধারণত বেশ সাশ্রয়ী খরচে পড়াশোনার দেশ হিসেবে বেশ জনপ্রিয়তা রয়েছে ,  চলুন জেনে নিই এখানকার ভর্তি প্রক্রিয়া,  জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং জনপ্রিয় কোষ সমূহ আপনি যদি ইউরোপে পড়াশোনার জন্য যেতে চান তাহলে পোল্যান্ড বেশ গুরুত্বপূর্ণ একটি দেশ হতে পারে। IELTS  ছাড়া  ভর্তি সম্ভব। MOI সার্টিফিকেট বা বিশ্ববিদ্যালয় নিজস্ব ইংরেজি টেস্টে অংশগ্রহণ করে ভর্তি হওয়া যায় । যেসব বিশ্ববিদ্যালয়গুলো বেশ জনপ্রিয় তার মাঝে রয়েছে   University of Warsaw,  Jagiellonian University . টিউশন ফি গুলো প্রায় ২০০০  ডলার থেকে ৫০০০ ডলার । কোর্স গুলোর মধ্যে জনপ্রিয় কোর্স গুলো হলো   Medicine, IT, Management, International Business।

৬। নরওয়ে ( Norway )
ইউরোপের বেশ জনপ্রিয় এবং আকর্ষণীয় দেশ হলো নরওয়ে এই দেশ বেশ জনপ্রিয় বিভিন্ন দেশ এর মানুষের কাছে এর একটি বিশেষত্ব হলো এ বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নেই. যার কারণে এদেশে ভর্তি হওয়ার জন্য অনেকেই মুখে থাকে.  IELTS  ছাড়া  ভর্তি সম্ভব।   MOI সার্টিফিকেট দিলে ভর্তি  নেয় । যেসব বিশ্ববিদ্যালয়গুলো বেশ জনপ্রিয় তার মাঝে রয়েছে University of Oslo, Norwegian University Of Science and Technology ( NTNU ) . কোর্স গুলোর মধ্যে জনপ্রিয় কোর্স গুলো হলো   Computer Science ,  Natural Science & Business.

৭। হাঙ্গেরি ( Hungary )
ইউরোপের পড়াশোনার জন্য দেশগুলোর মধ্যে মেডিকেলে পড়াশোনার জন্য বিশেষভাবে জনপ্রিয় হাঙ্গেরি (Hungary). IELTS  ছাড়া ষে ভর্তি সম্ভব। MOI সার্টিফিকেট দিলে ভর্তি  নেয় ।  বিশ্ববিদ্যালয়গুলো বেশ জনপ্রিয় তার মাঝে রয়েছে University of Debrecen & Semmelweis University. টিউশন ফি গুলো প্রায় ২০০০  ডলার থেকে ৬০০০ ডলার । 
৮। নিথুয়ানিয়া (Lithuania)
ইউরোপের বেশ জনপ্রিয় এবং আকর্ষণীয় দেশ হলো নিথুয়ানিয়া এই দেশ বেশ জনপ্রিয় বিভিন্ন দেশ এর মানুষের কাছে এর একটি বিশেষত্ব হলো এ বিশ্ববিদ্যালয়গুলোতে কম খরচে  ভর্তি হওয়ার জন্য।  IELTS  ছাড়া  ভর্তি সম্ভব। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টেস্টে অংশ নিলে যথেষ্ট । যেসব বিশ্ববিদ্যালয়গুলো বেশ জনপ্রিয় তার মাঝে রয়েছে University of  Vilnius, Kaunas University Of Technology. কোর্স গুলোর মধ্যে জনপ্রিয় কোর্স গুলো হলো   IT, Engineering & Business.

IELTS ছাড়া পড়াশোনার সুবিধা

IELTS  ছাড়া পড়াশোনার বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে আর সেজন্যই অনেক মানুষ পড়াশোনার জন্য এ সুযোগ চায় , যেমন ধরা যায় সময় ও খরচ বাঁচে,  দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ হয় অতিরিক্ত পরীক্ষার চাপ থাকে না,  অনেক দেশে সহজে ভিসা পাওয়া যায়।  তবে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে যেমন কিছু চাকরি ক্ষেত্রে IELTS  না থাকলে সমস্যা হতে পারে,  সব বিশ্ববিদ্যালয় IELTS ছাড়া ভর্তি দেয় না। কিছু স্কলারশিপে IELTS আবশ্যক। 

সুবিধা যখন থাকবে তার সাথে অসুবিধা থাকবে এটাই স্বাভাবিক তবুও অনেকেই IELTS ছাড়া ভর্তির জন্য সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে ইউরোপ একটি স্বপ্নের দেশ সেখানে কিছু অসুবিধা থাকলেও যেন বাদ মানে না সেটি। 

প্রয়োজনীয় ডকুমেন্টস

IELTS  ছাড়া ভর্তি হতে গেলে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রয়োজন হয় তা নিচে সারিবদ্ধ ভাবে লিখে দেওয়ার চেষ্টা করলাম যাতে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের সুবিধা হয়।

১।  MOI Certificate
২। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
৩। পাসপোর্ট
৪। ব্যাঙ্ক স্টেটমেন্ট
৫। এডমিশন  লেটার
৬। মোটিভেশন  লেটার 

উপরোক্ত ডকুমেন্টস গুলো থাকলেই আশা করা যায় কিছু বিশ্ববিদ্যালয় ইউরোপ কান্ট্রিতে পড়াশোনা সুযোগ পাওয়া যাবে তবে উল্লেখ কৃত ক্যাটাগরী গুলোতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে ।

ভিসা প্রক্রিয়া

উপরোক্ত ক্যাটাগরী গুলো শেষ করার পরে সর্বশেষ প্রক্রিয়া ভিসা প্রক্রিয়া আর এই প্রক্রিয়ার জন্যই এত লড়াই এত  অনুষ্ঠিতা ভিসা প্রক্রিয়ার জন্য যে ধরনের কাজগুলো করতে হবে তার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান বা  হয়েছেন সেটা নিশ্চিত করতে হবে। 

ব্যাংক স্টেটমেন্ট ও টিউশন ফি প্রদানের সঠিক প্রমাণ পত্র দেখাতে হবে অর্থাৎ আপনি যে টিউশন ফি  প্রদান করেছেন তার রশিদ বা পেমেন্ট চালান দেখাতে হবে । 

ভিসা ইন্টারভিউতে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারলে IELTS  ভিসা পাওয়া সম্ভব। আশা করি উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পেরেছেন ভিসা প্রক্রিয়ার সমস্ত । 

শেষ কথা

২০২৫ সালে ইউরোপে পড়াশোনার জন্য IELTS আর বাধ্যতামূলক নয়। অনেক বিশ্ববিদ্যালয় এবং সার্টিফিকেট নিজস্ব ইংরেজির টেস্ট কিংবা ইন্টারভিউ এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করছে। জার্মানি ফ্রান্স ইতালি পোল্যান্ড সুইডেন নরওয়ে হাঙ্গেরি এবং লিথুয়া নিয়া সহ অনেক দেশ IELTS ছাড়াই পড়াশোনার সুযোগ দিচ্ছে।

তবে আবেদন করার আগে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির নিয়ম ভালোভাবে দেখে নিতে হবে সঠিক পরিকল্পনা ও ডকুমেন্ট প্রস্তুতি এবং গবেষণার মাধ্যমে IELTS ছাড়াই ইউরোপে পড়াশোনার স্বপ্ন পূরণ করা সম্ভব। আশা করি আজকের আর্টিকেল পড়ে বুঝতে পারবেন কিভাবে IELTS ছাড়াই ইউরোপের কান্ট্রি গুলোতে পড়াশোনা করবার সুযোগ পাওয়া যায়। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টাইম বিডি ২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url