ফ্রীলান্সিং করে ভাগ্য বদলের চেষ্টা
সফল করতে হলে শুধু চেষ্টা নয়, সঠিক পরিকল্পনা, শেখা, ধৈর্য ও নিয়মিত কাজ করতে হয়।ভালো ফ্রিল্যান্সার হওয়ার প্রথম শর্ত একটা কাজ ভালোভাবে শেখা প্রথমে একটি নির্দিষ্ট স্কিল শিখুন ভালো ফ্রিল্যান্সার হওয়ার প্রথম শর্ত – একটা কাজ ভালোভাবে শেখা,নিচে কিছু জনপ্রিয় স্কিল দেওয়া হলো: ক্যাটাগরি স্কিল ডিজাইন, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার/থাম্বনেইল ডিজাইন, ওয়েব/প্রোগ্রামিং
HTML, CSS, WordPress, Shopify, JavaScript কনটেন্ট আর্টিকেল রাইটিং, কপি রাইটিং, ব্লগ পোস্ট, স্ক্রিপ্ট রাইটিং মার্কেটিং ডিজিটাল মার্কেটিং, SEO, Facebook/YouTube মার্কেটিং ভিডিও ভিডিও এডিটিং, এনিমেশন, রিল/ইউটিউব ভিডিও কাটিং অন্যান্য ভয়েস ওভার, ট্রান্সলেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস্কিল শেখার জন্য ভালো রিসোর্স ব্যবহার করুন
-
ইউটিউব (Free)
-
Coursera, Udemy (Free বা Paid)
-
Fiverr Learn / LinkedIn Learning
-
Facebook Groups / Online Communities (বাংলাদেশি Freelancers Group)
নিজের প্র্যাকটিস কাজ তৈরি করুন (Portfolio)
শুধু শেখা যথেষ্ট না। আপনাকে নিজের কাজ উদাহরণ হিসেবে দেখাতে হবে।
মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করুন
নিচের যেকোনো একটি বা একাধিক মার্কেটপ্লেসে প্রোফাইল খুলুন:
Fiverr, Upwork, Freelancer, PeoplePerHour & Toptal (অভিজ্ঞদের জন্য)
🟢 Fiverr শুরু করার জন্য সবচেয়ে সহজ এবং জনপ্রিয়।
ক্লায়েন্ট কিভাবে খুঁজবেন?
-
Fiverr-এ “Gig” তৈরি করুন – সুন্দর টাইটেল, ডিসক্রিপশন, আর্টওয়ার্ক
-
Upwork-এ বায়ো ও প্রপোজাল লিখার কৌশল জানুন
-
সোশ্যাল মিডিয়াতে নিজের কাজ শেয়ার করুন (FB, LinkedIn)
-
ইউটিউবে ভিডিও দিয়ে আপনার কাজের দক্ষতা দেখান
ধৈর্য, নিয়মিত চেষ্টা ও শেখা
-
প্রথম ২–৩ মাস আয় না করলেও হাল ছাড়বেন না
-
নিজের স্কিল প্রতিদিন একটু করে উন্নত করুন
-
সফলদের ভিডিও দেখুন, তাদের অভিজ্ঞতা থেকে শিখুন
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url