বর্তমানে ফ্রীলান্সিং এর সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি ?????
Mesbaul Islam
13 Aug, 2025
বর্তমানে ইন্টারনেট বা অনলাইন এর জন্য পৃথিবীর সব দেশ আমরা এক ছাদ এর
নীচে।প্রায় সব ক্ষেত্রে ইন্টারনেট বা অনলাইন এর ব্যবহার অর্থাৎ ছোট থেকে বড়
সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসা বাড়ীর সব কাজ ও আমরা
ইন্টারনেট বা অনলাইন এর ব্যবহার করছি। দিন দিন ইন্টারনেট বা অনলাইন এর ব্যবহার
বেড়ে চলেছে দ্রুত গতিতে। প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্যর প্রচার বা
ব্যবসা প্রতিষ্ঠানের সেবা সব অনলাইন ভিত্তিক হয়ে পড়ছে এবং কোম্পানি গুলোও
তাদের পণ্য বা সেবা অনলাইন এ বেশি বেশি প্রচার করতে চাই, যেন এক প্রতিযোগিতা শুরু
হয়ে গেছে।আর কোম্পানিগুলো তাদের পণ্য প্রচার করবার জন্য একজন
ডিজিটাল মার্কেটার এর ওপর নির্ভর করে এবং ডিজিটাল
মার্কেটার ফ্রীলান্সিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ তাই এ কথা নিসন্ধে বলা যায়
বর্তমানে ফ্রীলান্সিং এর সব থেকে ডিমান্ডেবল একটি সেক্টর, চলুন এই
ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে বিস্তারিত আলোচনা করি।
ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, মোবাইল ব্যবহার করে
আপনার পণ্য কনজিউমার
এর কাছে পরিচিতি করানো। মার্কেটিং এর মুল কাজ কোম্পানি এর পণ্য মানুষ এর
কাছে তার গুনাগুন পরিচিত করানো আর ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এই বিশাল
আকৃতির অডিয়েন্সের এর কাছে আপনার পণ্যের পরিচিত করিয়ে পণ্যের বিক্রয় বাড়ানো বা পণ্যের প্রতি অডিয়েন্সের আগ্রহ বাড়ানোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং , ডিজিটাল মার্কেট ার , বিপণন সংস্থা এবং স-নিয়েজিত
বাক্তিরা ডিজিটাল মার্কেটিং পরিচালিত করে থাকে। তবে অধিকাংশ কোম্পানি এমন লোক বা
নিজেরা পরিচালিত না করে কোন দক্ষ ফ্রিলান্সার দ্বারা করিয়ে নেই এবং ফ্রিলান্সারা
বেশ দক্ষতার সাথে ডিজিটাল মার্কেটিং পরিষেবা প্রদান করে থাকে, যেমন কন্টেন্ট
লেখা, এসইও আপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি।
ডিজিটাল মার্কেটিং যেহেতু ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে
পণ্য বা সেবার প্রচার করে, এটি যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম তাই অনলাইন এর বিভিন্ন
সাইড ব্যবহার করে পরিচালিত করা হয়।
ডিজিটাল মার্কেটিং এর দ্বারা যে কোন পণ্য বা সেবা এর পরিচিতি খুব সহজে অল্প করছে
ক্রেতার কাছে পোঁছানো যাই, অনলাইনে যে সব প্ল্যাটফর্ম আছে সেই সব প্ল্যাটফর্ম
দ্বারা অডিয়েন্সের কাছে খুব সহজেই পোঁছান যাই আর বর্তমানে অনলাইন অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি একটি বিশাল অডিয়েন্সের ভাণ্ডার।
ডিজিটাল মার্কেটিং শুধু মাত্র বর্তমানে নয় ভবিষ্যতে ও এর চাহিদা বাপক হারে বেড়ে
চলেছে। দিন দিন প্রযুক্তি যেমন দুর্বার গতিতে তার উন্নতি, প্রসার করে চলেছে
তেমন ব্যবসা বাণিজ্যর পরিবর্তন এবং প্রসার ও ঘটছে দ্রুততার সাথে পাল্লা দিয়ে
এবং ডিজিটাল মার্কেটিং ই হছে তার তার মাধ্যম তাই এ কথা ১০০% প্রমাণিত ডিজিটাল
মার্কেটিং ই হচ্ছে সব থেকে ডিমান্ডেবলসেক্টর ফ্রীলান্সিংএ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url